IMDb rating ➤ 7.1/10
Directors ➤ Deepak Kumar Mishra
Stars ➤ Irfan Sajjad, Saidur Rahman Pavel, Nawba Tahiya Hossain Etc.
Genres ➤ Romance, Action
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
বজলু ও ফজলু এলাকার গ্যাংস্টার। তারা গ্যাংস্টার হলেও ভাল গ্যাংস্টার। তারা মাদক ও আরও অবৈধ কারবারিদের আচ্ছা মতো পেদায়। তাছাড়া সুখে দুঃখে গরীবদের পাশে দাঁড়ায় তারা। এলাকার মানুষ তাদের পছন্দ করে।
কিন্তু তাদের মনে শান্তি নেই। ঘুরতে যেতে ইচ্ছে করছে তাদের। সেই চিন্তা থেকে বের হয়ে পড়ে ২ ভাই ছাদ খোলা গাড়ি নিয়ে পাহাড়ের কাছে শান্তি খুঁজতে। সেখানে গিয়ে পরিচয় হয় ভয়ংকর সুন্দুরি এক নারীর সাথে। তার নাম ইরা।
ইরা বিয়ের আসর থেকে পালিয়ে যায়। এবং বজলু ও ফজলুর সাহায্য চায়। ইরার বাবা অত্যন্ত প্রভাবশালী। ইরার রুপে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করতে হয় তারা। কিন্তু তারপর থেকেই শুরু হয় বিপদ! কি সেই বিপদ? জানতে হলে দেখে ফেলুন চমৎকার এই নাটকটি।