The Skin I Live In (2011) Spanish Movie 18+ (বাংলা সাবটাইটেল সহ) || Microsoft Store Original Movie

MDb rating ➤ 7.6/10
Directors ➤ Pedro Almodóvar
Stars ➤ Antonio Banderas, Elena Anaya, Jan Cornet, Marisa Etc.
Genres ➤ Drama, Mystery, Thriller
Language ➤ Spanish
Country ➤ Spain
Platform ➤ Microsoft Store, Prime Video
রবার্ট হচ্ছেন একজন প্লাস্টিক সার্জন। উনি খুবই পপুলার মেডিকেল প্রফেশন এর স্কিন রিসার্চের জন্য। রবার্ট প্রাইভেটলি ভিরা ক্রুজ নামের এক মেয়ের স্কিনের উপর এক্সপেরিমেন্ট চালাতে থাকে তার নিজের বাসার মধ্যেই। রবার্ট তার বাসার সব কাজের লোক কে বিদায় করে দিয়ে শুধু মারিলিয়া নামের এক বৃদ্ধা মহিলাকে রেখে দেয়। এই বৃদ্ধা মহিলা ভিরা ক্রুজ কে দেখাশুনা করার জন্য।

ভিরা ক্রুজ সম্পর্কে বাড়ির সারভেন্ট বৃদ্ধা মহিলা ও রবার্ট বাদে আর কেউ জানে না। ভিরাকে একটা রুমে তালা মেরে রাখা হতো বলা যায় বন্দি করে রাখা হতো। প্রতিদিন বাসায় এসে রবার্ট ভিরা কে গভীর ভাবে পর্যবেক্ষণ করত। তারপর রবার্ট ভিরার স্কিনের উপর বিভিন্ন পরীক্ষা চালাত।

ভিরার স্কিন (চামড়া) ছিলো অনেক বেশি সেনসিটিভ যার কারণে কিছু হলেই অর্থাৎ সামান্য টান বা দুর্ঘটনা হলেই চামড়া কেটে যেত, ফেটে যেত, ব্লাড বের হয়ে যেত। বাকি ঘটনা জানতে হলে দেখে ফেলুন চমৎকার এই স্প্যানিশ এই মুভিটি।

⚠️ দুঃখিত! আপনি AdBlock ব্যবহার করছেন। অনুগ্রহ করে এটি বন্ধ করুন এবং পৃষ্ঠাটি পুনরায় লোড করুন।