MDb rating ➤ N/A
Directors ➤ Tushar Kanti Ray & Debatma Mandal
Stars ➤ Jeet, Sandeep Chatterjee, Chitrangda Singh, Pooja Chopra, Aadil Khan Etc.
Genres ➤ Action, Crime, Drama
Language ➤ Hindi
Country ➤ India
সিরিজটি ২০০০-সালের শুরুর দিকে বাংলায় সংঘটিত অপরাধ জগৎ ও ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে যে অপরাধ সংঘটিত হয়েছিল তাই চমৎকার ভাবে দেখানো হয়েছে এই সিরিজে।
প্রধান চরিত্র আইপিএস অর্জুন মৈত্র (জিত), উনি কলকাতার ভয়ঙ্কর ডন বাঘা এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে তাদের আস্তানায় একের পর এক রেইড দিতে থাকেন।
এই প্রক্রিয়ায় আইপিএস অর্জুন মৈত্র একটি ভঙ্গুর বিচার ব্যবস্থা, রক্তাক্ত গ্যাং যুদ্ধ এবং দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের বিরাগ ভাজন হতে হয়। শেষ পর্যন্ত আইপিএস অর্জুন মৈত্র (জিত) এর পরিণতি কি হবে? জানতে হলে দেখে ফেলুন চমৎকার এই সিরিজটি।