MDb rating ➤ 8.1/10
Directors ➤ Dean DeBlois, Chris Sanders
Stars ➤ Jay Baruchel, Gerard Butler, America Ferrera, Craig Ferguson Etc.
Genres ➤ Action, Fantasy, Adventure & Animation
Language ➤ English সাথে বাংলা সাবটাইটেল আছে।
Country ➤ U.S.A
ভাইকিংসদের গ্রামে ড্রাগনরা হামলা চালায় বারবার। ড্রাগনরা হামলা চালিয়ে ভাইকিংসদের গবাদি পশু-পাখি লুট করে নিয়ে যায় এবং তাদের থাকার বাসা গুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলে।
তাদের আক্রমণে ভাইকিংসরা বিপর্যস্ত। কেন ড্রাগনরা বারবার তাদের গ্রামেই হামলা চালিয়ে লুট-তরাজ চালায়? এভাবেই চলবে সব? নাকি ড্রাগনদের শায়েস্তা করবে ভাইকিংসরা? ড্রাগনরা কি আসলেই এত খারাপ? এতসব প্রশ্নের উত্তর জানতে দেখে ফেলুন চমৎকার এই অ্যানিমেশন মুভিটি।