MDb rating ➤ 6.6/10
Directors ➤ Abhishek Anil & KapurSandeep Kewlani
Stars ➤ Akshay Kumar, Veer Pahariya, Nimrat Kaur, Sara Ali Khan Ect.
Genres ➤ Thriller, Action
Language ➤ Hindi
Country ➤ India
ভারতীয় বায়ুসেনার সিনিয়র অফিসার ওম আহুজা এবং জুনিয়র অফিসার কৃষ্ণান বিজয়া শুধু সহকর্মীই না, তাদের মধ্যে পারিবারিক সম্পর্কও রয়েছে। একদিন, পাকিস্তানের এয়ারফোর্স হঠাৎ করে ভারতের একটি গুরুত্বপূর্ণ এয়ারবেসে হামলা চালায়, বহু ভারতীয় সৈন্য মারা যায়।
প্রিয় সহযোদ্ধাদের হারানোর বেদনায় প্রতিশোধের শপথ নেয় ওম ও তার টিম। তবে এই বিশেষ মিশনে বিজয়াকে নেওয়া হয় না। সাহসিকতার সঙ্গে ওম শত্রুপক্ষের বিরুদ্ধে অপারেশন সফলভাবে সম্পন্ন করে দেশে ফেরে। কিন্তু ফিরে আসার পর এক চাঞ্চল্যকর খবর শোনে—বিজয়া নিখোঁজ!
কিন্তু বিজয়া তো এই মিশনে অংশই নেয়নি, তাহলে সে কোথায় গেল? কী এমন ঘটল, যার কারণে সে হারিয়ে গেল? ওম কি শেষ পর্যন্ত বিজয়াকে খুঁজে পাবে? উত্তরের খোঁজ মিলবে 'Sky Force'-এর রুদ্ধশ্বাস কাহিনিতে! মুভিটি এখনও দেখে না থাকলে এখন দেখে নিন।