IMDb rating ➤ 7.0/10
Directors ➤ Abu Hayat Mahmud
Stars ➤ Saira Jahan, Iresh Zaker, Mir Rabbi, Moushumi Hamid Ect.
Genres ➤ Comedy, Drama
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
হাসিব হচ্ছেন এমন এক মানুষ যিনি কিনা কাজ ছাড়া অন্য সবকিছুকে সময় নষ্ট মনে করেন। সংসার সামলানো তার কাছে তেমন কোনো বড় বিষয় নয়। একদিন হাসিব সাহেব তার সহকর্মীর বাসায় আসেন একটি গুরুত্বপূর্ণ ফাইলের সন্ধানে।
কিন্তু সেখানে গিয়ে সে বিরাট মুসিবতে পড়ে যান! কারণ? তার সহকর্মীর আছে ৩টি কিউট দুষ্টু বিচ্ছু, যারা তাকে শিখিয়ে ছাড়ে সংসার সামলানো ঠিক কতটা কঠিন আর কতটা সহজ😂। এই শিক্ষাই পাল্টে দেয় হাসিবের চিন্তাভাবনা ও জীবনধারা🥰। চমৎকার এই ড্রামাটি এখনও দেখে না থাকলে দেখে নিন🥰।