MDb rating ➤ N/A
Directors ➤ Sagar Jahan
Stars ➤ Khairul Basar, Tanjin Tisha, Somu Chowdhury, Mili Basher Etc.
Genres ➤ Drama, Romantic
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
লামিয়া কার ড্রাইভিং শিখতে গিয়ে অ্যাকসিডেন্ট করে ফেলে। তারপর যে ছেলে কে অ্যাকসিডেন্ট করে তাকে হসপিটালে ভর্তি করে। ডাক্তার তাকে চিকিৎসা করে সারিয়ে তুলে কিন্তু সমস্যা হচ্ছে ছেলেটির শর্ট টাইম মেমরি লস হয়।
যার ফলে সে তার নিজের নাম ঠিকানা ভুলে যায়। কি করবে এখন এই ছেলে কে নিয়ে? উপায় না পেয়ে নিজের বাসায় এনে তুলে তাকে। এভাবেই কী যাবে সময়? নাকি ছেলেটি ফিরে পাবে তার স্মৃতি? জানতে হলে দেখে ফেলুন চমৎকার এই নতুন নাটকটি।