MDb rating ➤ 8.7/10
Directors ➤ Dhruva Vaayu
Stars ➤ Dhruva Vaayu, Pragya Nayan, Aadukalam Naren, Laxman Meesala Ect.
Genres ➤ Horror, Action, Drama
Language ➤ Hindi Dubbed
Country ➤ India
লিঙ্গম একজন এতিম যুবক, সে ছোট একটি গ্রামে বেড়ে ওঠেন এবং তার জীবিকার তাগিদে মদ বিক্রি করে। গ্রামীণ জীবনের শান্ত পরিবেশে তার দিনগুলো ভালোই কেটে যাচ্ছিল।
তবে, তার জীবনে আসে প্রেম! যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মেয়েটির নাম পদ্দু। পদ্দুর প্রেমে লিঙ্গম হাবুডুবু খেতে থাকে। এই প্রেম তাদের জীবনে নিয়ে আসে বিভীষিকা।
শুরু হয় নতুন সংগ্রাম। একদিকে মানুষ অন্য দিকে অশরীরী! কে জিতবে আর কে হারবে? জানতে হলে দেখে ফেলুন হরর এই মুভিটি।