কামিনী (২০১৯) ওয়েব সিরিজ || Kamini Bangla Series S01 || Hoichoi Original Series

IMDb rating ➤ 4.2/10
Directors ➤ Rick Basu
Stars ➤ Barkha Bisht, Saurav Das, Trina Saha, Kharaj Mukherjee,Manasi Sinha Ect.
Genres ➤ Horror
Language ➤ Bangla
Country ➤ India
Platform ➤ Hoichoi
কামিনীর রহস্যে ঘেরা অতীত কারও জানা নেই। অন্যদিকে, অর্ণব এবং সাম্য দুই বন্ধু একটি গোয়েন্দা সংস্থা চালায়। যদিও সেভাবে তাদের গোয়েন্দা সংস্থার তেমন বাজার নেই।

কোনও ঘটনার রহস্য উদঘাটনের দায়িত্বও পান না সাম্য এবং অর্ণব। ঘটনাচক্রে এই কামিনীর কথা জানতে পারে তারা। তখনই দুই বন্ধু ঠিক করে যেভাবেই হোক কামিনী-রহস্য উদ্ধার করবে তারা।

আর সেই রহস্যোদঘাটন করতেই দু’জন পৌঁছে যায় কামিনীর গ্রামে। দেখা হয় সেই গ্রামের বিজলী নামে এক মেয়ের সঙ্গে। তার কাছ থেকেই সাহায্য নেয় অর্ণব এবং সাম্য। এদিকে আবার সাম্যের প্রেমিকা শ্রীময়ীও পৌঁছে যায় সেখানে।  সাম্যরও অতীতের কিছু রহস্য রয়েছে। তারপর?

কীভাবে কামিনী রহস্য উদঘাটন হবে? অভিশপ্ত কামিনীর হাত থেকে কি বাঁচতে পারবে সকলে? জানতে হলে দেখতে হবে অসাধারণ এই ওয়েব সিরিজটি।

⚠️ দুঃখিত! আপনি AdBlock ব্যবহার করছেন। অনুগ্রহ করে এটি বন্ধ করুন এবং পৃষ্ঠাটি পুনরায় লোড করুন।