MDb rating ➤ 6.1/10
Directors ➤ Koratala Siva
Stars ➤ N.T. Rama Rao Jr. Janhvi Kapoo, Shruti Marathe, Saif Ali Khan Ect.
Genres ➤ Thriller, Drama, Action
Language ➤ Hindi Dubbed
Country ➤ India
দেভারা ও তার গ্যাং টাকার বিনিময়ে সমুদ্রে জাহাজে লুট করে। গ্রামবাসীর বিপদে সাহায্য করা ও গরীবদের দান করাও দেভারার একটি গুন। যার কারণে,তার আসল পরিচয় গ্রামবাসী জানে না, তাকে ভাল মনে করে।
একসময়, দেভারা তার ভুল বুঝতে পারে, এবং লুটেরা গ্যাং এর বিরুদ্ধে চলে যায়। সমুদ্রে নিজের আধিপত্য বিস্তার করে। প্রত্যেকের মনে ভয় সৃষ্টি করে, যাতে কেউ সমুদ্রে লুট করার সাহস না করে।
কিন্তু, দেভারাকে গ্রামবাসী দেখে না বহু বছর ধরে, একপ্রকার ছায়ার মতো বিস্তার করছে দেভারা। দেভারা এখন কোথায়? কিভাবে সে সমুদ্রকে অপরাধ কর্ম থেকে রক্ষা করবে? দেখে ফেলুন চমৎকার এই মুভিটি।