MDb Rating ➤ 6.5/10
Directors ➤ Anil Ravipudi
Stars ➤ Nandamuri Balakrishna, Sreeleela, Arjun Rampal, Kajal Aggarwal Ect.
Genres ➤ Action, Drama, Thriller
Language ➤ Hindi
Country ➤ India
Platform ➤ Amazon Prime Video
গল্পটা ভগভন্থ কেসারি নামক এক কয়েদির। যে কিনা জেল থেকে ছাড়া পাবার পর জানতে পারে, ডিপার্টমেন্টের সৎ পুলিশ অফিসার এক্সিডেন্টে মারা গেছে। তার মেয়ে ভিজ্জির দায়িত্ব নেয় কেসারি।
তাকে লালন পালন করতে শুরু করে। ভিজ্জির বাবার স্বপ্ন ছিল, ভিজ্জিকে বড় করে আর্মি বানাবে। তাই সেই স্বপ্ন পূরন করতে, কেসারি সব জায়গায় আবেদন করা শুরু করে। কিন্তু, ভিজ্জির আর্মি হবার একদমই ইচ্ছে নেই। যার কারণে তাদের সম্পর্কের অবনতি হতে শুরু করে। তারপর কি হয় জানতে হলে দেখে ফেলুন সিনেমাটি।
ডাউনলোড করুনতাকে লালন পালন করতে শুরু করে। ভিজ্জির বাবার স্বপ্ন ছিল, ভিজ্জিকে বড় করে আর্মি বানাবে। তাই সেই স্বপ্ন পূরন করতে, কেসারি সব জায়গায় আবেদন করা শুরু করে। কিন্তু, ভিজ্জির আর্মি হবার একদমই ইচ্ছে নেই। যার কারণে তাদের সম্পর্কের অবনতি হতে শুরু করে। তারপর কি হয় জানতে হলে দেখে ফেলুন সিনেমাটি।