ভাগাড় (২০২২) ওয়েব সিরিজ || Bhagar (2022) Bangla Web Series (18+) || KLiKK Original Web Series

➤ IMDb rating - 7.2/10
Directors ➤ Rajdeep Ghosh
Stars ➤ Rajatabha Dutta, Aindrila Sharma, Pooja Sarkar, Biplab Banerjee Ect.
Genres ➤ Crime, Drama, Mystery
Language ➤ Bangla
Country ➤ India
Platform ➤ KliKK
ভাগাড় কাণ্ডে কেঁপে উঠেছিল সারা বাংলা। সেই ভাগাড় কাণ্ডের শিকার হয়েছিল নোনাডাঙার পরেশও। বিরিয়ানিতে থাকা পচা বিড়ালের মাংস কেড়ে নিয়েছিল তার একমাত্র সন্তানের জীবন।
তারপর থেকেই কার্যত ভীতু, মেরুদণ্ডহীন, গোবেচারা নিম্নবিত্ত মানুষটাকে আর সহ্য করতে পারে না তার স্ত্রী পুষ্প।

পুরুষত্বে যে বড় অভাব পরেশের মধ্যে। তাই স্বামীর সামনেই পাড়ার কানা বাপির সঙ্গে শারীরিক মিলনে দ্বিধাবোধ করে না সে। 
ঘটনায় ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত হয়ে যায় পরেশ। সব জ্বালা জুড়োতে একদিন তাই সে আত্মহত্যার পথ বেছে নেয়।

কিন্তু সে যে বড় ভীতু। সেই সময়ই তার চোখে পড়ে খবরের কাগজের একটি প্রতিবেদন। এক ব্যক্তি সুপারি কিলার দিয়ে নিজেই নিজেকে খুন করার সুপারি দিয়েছে। ৫০ হাজার টাকার বিনিমনে বেছে নিয়েছে 'সহজ মৃত্যুর রাস্তা'।

সে খোঁজ করতে থাকে সুপারি কিলারের। ইকবাল শাহেরিয়াকে দেখেই চমকে ওঠে সে। মনে পড়ে যায় তার, এই ইকবাল শাহেরিয়া তো আসলে নোনাডাঙা ভাগাড় কাণ্ডে পচা মাংসের কারবারে গ্রেফতার হওয়া কুখ্যাত সমাজবিরোধী ইদ্রিস আলি। 

তার কাছেই নিজেকে খুনের সুপারি দিতে আসে পরেশ। মৃত্যুর রফা হয় ৫০ হাজার টাকায়। মৃত্যুর আগে শেষ খাওয়া খেয়ে নিতে ফুটপাথের এক হোটেলে ঢোকে সে। সেখানেই পরেশকে লক্ষ্য করে গুলি চালায় ইকবালের গুন্ডারা।

কিন্তু গুলি গিয়ে লাগে অন্য এক ব্যক্তির গায়ে। চোখের সামনে অন্য এক ব্যক্তিকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখতে গিয়ে মৃত্যু কতটা ভয়ঙ্কর তা টের পায় পরেশ। তার মন বদলে যায়। 
এখন মরতে নয় বাঁচতে চায় সে। কী হবে এবার? জানতে হলে দেখতে হবে ওয়েব সিরিজটি।
অসাধারণ ওয়েব সিরিজটি দেখে নিন!!!

⚠️ দুঃখিত! আপনি AdBlock ব্যবহার করছেন। অনুগ্রহ করে এটি বন্ধ করুন এবং পৃষ্ঠাটি পুনরায় লোড করুন।