IMDb rating ➤ 5.7/10
Directors ➤ Kookie Gulati
Stars ➤ Priya Bapat, Krystle D'Souza, Riteish Deshmukh, Fardeen Khan Ect.
Genres ➤ Drama
Language ➤ Hindi
Country ➤ India
Platform ➤ JioCinema
ফারদিন খানকে একটা জ্যাকেট তার বন্ধু সামলে রাখতে বলে। ঐ জ্যাকেট ড্রাগ আছে। কিন্তু সেই জ্যাকেট হয়ে যায় হারিয়ে যায়। তারপর থেকে সেই বন্ধু এবং তার বন্ধুর সহপাঠী রীতিমতন তার উপর অন্যায় এবং জুলুম শুরু করে।
মুভিতে ফারদিন এর গার্লফ্রেন্ড হলো ক্রিস্টাল ডি সুজা। তার অভিনয় ও বেশ দারুণ। সে এক ক্যাফেতে চাকরি করে। একদিন ক্যাফেতে আসে রিতেশ তার ছেলেকে নিয়ে বলে ছেলেকে সামলে রাখতে।
রিতেশ ছুটে পরে তার স্ত্রীকে হাতে নাতে ধরতে অন্য পুরুষের সাথে। তার স্ত্রী তাকে ধোঁকা দিয়ে অন্য এক নায়কের সাথে রাত কাটায়। এরমধ্যে রিতেশ এর ছেলে ঘায়েব হয়ে যায়। তারপর রিতেশ এবং তার স্ত্রী ছেলে তন্য তন্য করে খুঁজতে থাকে।
ছেলেকে ফারদিন এর নায়িকা অনেক আদর যত্নে সামলিয়ে রাখে এবং শেষ এর সিন দারুণ। কি হয় তা জানার জন্য Visfot 2024 মুভিটি উপভোগ করুন সবাই।