Thalavan (2024) Hindi Dubbed Movie || SonyLIV Original Movie

MDb rating ➤ 7.4/10
Directors ➤ Jis Joy
Stars ➤ Biju Menon, Anusree, Miya George, Dileesh Pothan, Kottayam Nazeer Ect.
Genres ➤ Thriller, Drama
Language ➤ Hindi & Malayalam
Country ➤ India
Platform ➤ SonyLIV
এস আই কার্তিক নতুন অফিসে জয়েন করেছেন। কার্তিক এই নিয়ে ৫ বার বদলি হয়েছেন তার ঠোঁট-কাটা স্বভাবের জন্য। কিন্তু ৫ বারের বার বদলি হয়ে এসে পড়েছেন ডি এস পি জয়শঙ্করের আন্ডারে।

২ জনই নিজেদের দায়িত্ব কর্তব্য অনড়। জয়শঙ্কর চান তার ইচ্ছানুযায়ী হাতে কলমে শিখিয়ে পড়িয়ে কার্তিককে চালাতে কারণ সে ৫ বার থানা পরিবর্তন করছে। কিন্তু কার্তিক রাজী নয়। কার্তিক নিজস্ব দায়িত্ব ঠিকভাবেই পালন করেন, কারো সাহায্য প্রয়োজন নেই তার মনে হয়।

একদিন জয়শঙ্করের স্ত্রী সুনিথার উপর দুর্ঘটনাবশত হামলা হয়। জয়শঙ্কর জানতে পারে দুর্বিত্তকারী জ্যোসি ভুলক্রমে জয়াশঙ্করের স্ত্রীর উপর হামলা করে। তাই দুর্বিত্তকারী জ্যোসিকে জেলেই বছরের পর বছর আটকে রাখে মারধর করে।

অন্যদিকে জ্যোসির স্ত্রী রামায়া অনেক মিনতী করা স্বত্তেও জ্যোসিকে ছাড়তে নারাজ জয়শঙ্কর। একদিন জয়শঙ্কর, কার্তিকের ভুলবোঝাবুঝি ঠিক করার জন্য উদায়ভানু কার্তিককে ডেকে আনে মদ্য-পান করার জন্য জয়শঙ্করের বাড়িতে।

কিন্তু সেদিন ও জয়শঙ্কর ও কার্তিকের ভুল বোঝাবুঝি ঠিক হয় না। কার্তিক মদ-পানে অস্বীকৃতি জানায় এবং চলে যায়। ঠিক একই দিনে রামায়া, জয়াশঙ্করের কাছে আসে জ্যোসিকে ছাড়ানোর জন্য। 
এক মেয়ে নিয়ে অনেক কষ্টে চলছে জীবন তাদের। কিন্তু রামায়ার কথা জয়াশঙ্কর শুনতেই চায় না। জয়শঙ্করের বাড়িতে গেলেও রামায়াকে তাড়িয়ে দেয় সে।

ঠিক পরেরদিন জয়শঙ্কর ছাদে মদের বোতল সরাতে গিয়ে আশ্চর্যজনকভাবে একটা বস্তায় জ্যোসির স্ত্রী রামায়ার লাশ দেখতে পায়। যেহেতু জয়াশঙ্করের স্ত্রী সুনিথাকে জ্যোসি গুরুতর ভাবে আক্রমণ করে।

আর ফলে জয়শঙ্কর জ্যোসিকে জেলে আটকে রাখে আর জ্যোসির স্ত্রী রামায়া স্বামীকে ছাড়াতে জয়শঙ্করের পিছনে অনেক ছুটাছুটি করেও স্বামীকে ছাড়াতে পারে না। তাই রামায়ার হত্যার খুনি হিসেবে জয়াশঙ্কর দোষী সাব্যস্ত হয় আর জেল হয় ১৪ দিনের।সবাই জয়াশঙ্করকেই দোষী বলে।

কারণ রামায়ার মৃত্যুর আগের দিনই রামায়া জয়শঙ্করের সাথে থানায় বাড়িতে দেখা করে। কিন্তু পরেরদিনই বস্তায় লাশ মিলে রামায়ার। সন্দেহ করাটাই স্বাভাবিক। এইবার রামায়া হত্যার ইনভেস্টিগেশনের দায়িত্ব পড়ে কার্তিকের উপর।

কার্তিক তদন্ত শুরু করে দেয়। অন্যদিকে কারাগার সেলে জয়শঙ্করের উপর জ্যোসি হামলা করায় ডক্টর তাকে রেস্ট নিতে বলে। জজ জয়শঙ্করকে ১৪ দিনের বেল দেয়। এই ১৪ দিনে জয়শঙ্কর নিজের উপর কেচের ইনভেস্টিগেশন শুরু করে গোপনে।

কার্তিক -জয়াশঙ্করের আলাদা ইনভেস্টিগেশনের ফলাফলের শেষ কোথায় গিয়ে পৌছাবে সেটাই জানতে হবে আপনাকে।

⚠️ দুঃখিত! আপনি AdBlock ব্যবহার করছেন। অনুগ্রহ করে এটি বন্ধ করুন এবং পৃষ্ঠাটি পুনরায় লোড করুন।