IMDb rating ➤ 9.6/10
Directors ➤ Michael K Raja
Stars ➤ Vimal, Karunas, Manoj Kumar, Aruldoss, Deepa Shankar Ect.
Genres ➤ Mystery, Thriller
Language ➤ Hindi Dubbed
Country ➤ India
Platform ➤ Prime Video
কুমার একটি মর্টুয়ারি ভ্যানের ড্রাইভার। কুমারের কাজ হলো নারায়ণা পেরুমাল নামক এক বৃদ্ধ ব্যক্তির মৃতদেহ চেন্নাই থেকে তিরুনেলভেলি পর্যন্ত নিয়ে যাওয়া। কুমারের স্ত্রী গর্ভবতী সে খুব দ্রুত বাবা হতে চলেছে। তার গর্ভবতী স্ত্রী কে দেখার জন্য দাদা কে বলে রাখে।
নারায়ণা পেরুমালের দুই ছেলে, এসাক্কিমুথু (এসাক্কি) এবং শঙ্করপান্ডিয়ান, বাবার শেষকৃত্য করতে চাচ্ছেন, কারণ তা সম্পত্তির উত্তরাধিকার দাবির বৈধতা প্রমাণ করতে সাহায্য করবে। পথে কুমারের সাথে নলিনামূর্তি নামক এক ব্যর্থ কুঠু শিল্পীর দেখা হয়, যে কুমারের ভ্যানে ভান্নারাপেট্টাই পর্যন্ত যাত্রা করতে চায়।
কিন্তু তাকে গাড়িতে না তুলার সিধান্ত নেয়া হয়। এর কিছু পর তারা দুর্ঘটনার স্বীকার হয়! এটা কি সত্যি দুর্ঘটনা? নাকি নলিনামূর্তি কে গাড়িতে না নেয়ায় এটি হয়? সামনে কি আরও দুর্ঘটনা অপেক্ষা করছে? জানতে হলে দেখতে হবে অসাধারণ এই মুভিটি।