➤ পরিচালক : গ্রেগ ইয়াইতানেস
➤ জনরা : এ্যাকশন, ড্রামা, অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি, রোমান্স
➤ IMDb Rating - ৮.৫/১০
➤ অভিনয় : ম্যাট স্মিথ, এমা ডিঅ্যাক্রি, অলিভিয়া কুক আরও অনেকে
➤ ভাষা : ইংরেজি
আমরা জানি, "হাউস অব দ্য ড্রাগন " গেম অব থ্রোনসের ৩০০ বছরের আগের কাহিনি নিয়ে তৈরী হয়েছে। র্জজ আর. মার্টিনের বই "Fire and blood" এর উপর ভিত্তি করে নিমার্ণ করা হয়েছে। অভিনয় করেছেন ম্যাট স্মিথ, এমা ডিঅ্যাক্রি, অলিভিয়া কুক আরও অনেকে। এই প্রিকুয়েলে গেম অফ থ্রোনসের ৩০০ বছর আগের কাহিনী নিয়ে তৈরী। মূলত হাউস অব টারগেরিয়ান অর্থাৎ টারগেরিয়ান রাজ পরিবারের গল্প দেখানো হয়েছে।প্রিক্যুয়েলে ওয়েস্টেরেস-এর টারগারিয়ানদের মধ্যকার গৃহযুদ্ধের কাহিনি দেখানো হয়েছে। সেভেন কিংডমের অন্তর্ভুক্ত দ্য ডুম অফ ভ্যালেরিয়া থেকে পালিয়ে টারগারিয়ানরা ড্রাগনস্টোনে নিজেদের কাসল তৈরি করেন। প্রায় ৩০০ বছর তাঁরা সে ভাবেই কাটান। পরে এগন টারগারিয়ান এবং তাঁর বোনের নেতৃত্বে তাদের বিখ্যাত ড্রাগনের সাহায্যে সেভেন কিংডমকে দখল করে টারগারিয়ানরা।
সিরিজের প্লট সম্পর্কে আর কিছু বলব না আপনারাই দেখে নিন অসাধারণ সিরিজটি!! সত্যি এটি একটি অসাধারণ সিরিজ যদি দেখে না থাকেন বিশাল এক এন্টারটেইন মিস করেছেন।আমরা আপনাদের জন্য বাংলা সাবটাইটেল ও হিন্দি ডাবিং দিয়ে সাজিয়ে দিয়েছি হাউজ অফ দ্যা ড্রাগন সিজন ১ ও ২। সুতরাং দেরি না করে এখনি উপভোগ করুন হাউজ অফ দ্যা ড্রাগন সিজন ১ ও ২।
সিরিজের প্লট সম্পর্কে আর কিছু বলব না আপনারাই দেখে নিন অসাধারণ সিরিজটি!! সত্যি এটি একটি অসাধারণ সিরিজ যদি দেখে না থাকেন বিশাল এক এন্টারটেইন মিস করেছেন।আমরা আপনাদের জন্য বাংলা সাবটাইটেল ও হিন্দি ডাবিং দিয়ে সাজিয়ে দিয়েছি হাউজ অফ দ্যা ড্রাগন সিজন ১ ও ২। সুতরাং দেরি না করে এখনি উপভোগ করুন হাউজ অফ দ্যা ড্রাগন সিজন ১ ও ২।