IMDb rating ➤ N/A
Directors ➤ Nag Ashwin
Stars ➤ Prabhas, Amitabh Bachchan, Deepika Padukone, Saswata Chatterjee Ect.
Genres ➤ Action, Adventure, Drama, Fantasy, Sci-Fi, Thriller
Language ➤ Hindi
Country ➤ India
এই মুভির বাজেট যে ৭০০ কোটি রূপি তা এই মুভির ভিজ্যুয়াল দেখে ভালোমতোই বুঝে যাবেন।তেলুগু ইন্ডাস্ট্রি থেকে বিশাল বড় একটা ব্যাঙ্গার হতে চলেছে এই মুভি । এখন, যেখানে পুরোদস্তুর মাস্ মুভির জয়জয়কার সেখানে এরকম একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডের ব্যাকড্রপে এত বড় স্কেলের মুভির চিন্তা করাটা আসলেই অনেক বড় একটা বিষয় ।
তারাও সর্বোচ্চ চেষ্টা করছে অডিয়েন্সের কাছে মুক্তির আগেই কনসেপ্ট গুলো ক্লিয়ার করার । মুভিটির গল্প মূলত তিনটি শহরকে কেন্দ্র করে। একদিকে কমপ্লেক্স, যার পরিচালনা করছে ভিলেনরা এবং সব রিসোর্স তাদের দখলে অন্যদিকে সাম্বালা, যা নিয়ন্ত্রণ করছে ধর্মচর্চাকারীরা তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে, যেখান থেকে কমপ্লেক্সের সাথে তারা লড়াই করবে ।
আরেকদিকে কাশী , যেটা বাকি দুই জগতের বাইরে একমাত্র মানব বসতি । এখানে তারাই থাকে যারা ঐ দুই জায়গায় আশ্রয় পায়নি। বাকি গল্প আপনি নিজেই মুভিটি দেখে বুঝে নিন।