ফ্রাই ডে ওয়েব ফিল্ম ২০২৩ || Friday (2023) Bangla Movie || Binge Original Movie

➤ পরিচালক : রায়হান রাফি

➤ জনরা : ক্রাইম, হিস্টোরি, থ্রিলার

➤ IMDb rating - ৬.২/১০

➤ অভিনয় : তমা মীর্জা, নাসির উদ্দিন খান, ফারজানা ছবিসহ আরও অনেকে

➤ ভাষা : বাংলা

ফ্রাইডে (১৮+)
সত্য ঘটনা অবলম্বনে এক প্রতিশোধ পরায়ন মেয়ের গল্প এটি। তার নিষ্ঠুর হয়ে ওঠার গল্প। পরিবারের থেকে নিগৃহীত নিষ্পেষিত হওয়ার গল্প। সব কিছু সহ্য করলেও একসময় মেয়েটি হয়ে ওঠে আগ্নেয়গিরি। তার সুপ্ত লাভা জ্বালিয়ে ছাড়খাড় করে দেয় পরিবারের মানুষগুলোকে। তার নিষ্ঠুরতার ছোবলে ছিন্ন ভিন্ন হয়ে পরে তাদের দেহগুলো।

রায়হান রাফী নিয়মিত সিরিজ-ফিল্ম দিয়ে দর্শক জমিয়ে ফেলেছেন। এরমধ্যে জানোয়ার, দ্য ডার্ক সাইড অফ ঢাকা ভিন্নধর্মী কন্টেন্ট। প্রচুর ভায়োলেন্স রয়েছে এ দুটিতে। এবার 'ফ্রাইডে' সবগুলোকে ছাড়িয়ে গেলো। এর কালার, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেট ডিজাইন ভৌতিক এক পরিবেশ সৃষ্টি করেছে।

তমা মীর্জা'র এক্সপ্রেশনগুলো চরিত্র অনুযায়ী ছিল দুর্দান্ত। প্রতিহিংসার সর্বোচ্চ এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করেছে তমা মীর্জা। রাফীর ফিল্মে তমা মীর্জা বিশেষ ভাবেই হাজির হয়। 

নাসিরউদ্দীন খান একটা কু-চরিত্রের লোক পকাত চরিত্রে অভিনয় করেছেন। প্রচুর পরিমান ঘৃণা সৃষ্টি হবে চরিত্রটার প্রতি। এটাই তার স্বার্থকতা। বাকিরা সাবলীল ছিলো। সব মিলিয়ে 'ফ্রাইডে' দেখার মতো একটা ওয়েব ফিল্ম। অতএব দেরি না করে এখনি দেখে ফেলুন ফ্রাইডে ওয়েব ফিল্মটি।

⚠️ দুঃখিত! আপনি AdBlock ব্যবহার করছেন। অনুগ্রহ করে এটি বন্ধ করুন এবং পৃষ্ঠাটি পুনরায় লোড করুন।