ঊনলৌকিক (২০২১) সিজন ০১ বাংলা ওয়েব সিরিজ || Unoloukik (2021) Bangla Web Series S01 | Chorki Original Series

IMDb rating ➤ 8.1/10
Directors ➤ Robiul Alam Robi
Stars ➤ Chanchal Chowdhury, Shohel Mondol, Sabnam Taha, Gazi Rakayet Ect.
Genres ➤ Drama, Mystery
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
Platform ➤ Chorki
পাঁচ এপিসোডের বাংলা সিরিজ এটি। পাঁচ এপিসোডের প্রত্যেকটির কাহিনী আলাদা। এদের কোনোটার সাথে কোনোটার গল্পের মিল নেই। মানে "একের ভিতর পাঁচ" অনেকটা এই টাইপের সিরিজ।

প্রথম এপিসোড : এক সাইকোকে নিয়ে যার এমন এক মানসিক রোগ আছে যা কোনো ট্রিটমেন্টেই ভালো হয় না। তাই সাইক্রিয়াট্রিস্টের পরামর্শে সে একটি ফুড শোতে যায় যেখানে ৯জন লোককে ৯টি প্লেটে পটকা মাছ সার্ভ করা হয়।
তার মধ্যে একটি মাছ বিষাক্ত।কিন্তু কেউ জানে না কোনটি বিষাক্ত। এভাবেই এগিয়ে যায় এপিসোড-১।

দ্বিতীয় এপিসোডে :  দেখানো হয় আমির হোসেন নামে এক ব্যক্তিকে যার জীবনের ঘটনাগুলোর সাথে এক বইয়ের কাহিনীর মিল পাওয়া যায়। কিন্তু মজার ব্যাপার হলো সেই বই লেখা হয় তার জন্মেরও আগে। তাই আমির হোসেন তার ভবিষ্যৎ জানার জন্য যায় সেই বইয়ের লেখকের খোঁজে। এভাবেই এগিয়ে যায় দ্বিতীয় এপিসোড।

তৃতীয় এপিসোডে : দেখানো হয় এক মানসিক রোগীকে যে কোনটা স্বপ্ন কোনটা বাস্তব এর পার্থক্য করতে পারে না। কিন্তু এপিসোডের শেষে এমন কিছু দেখানো হয় যার ফলে কনফিউজড হতে বাধ্য যে আসল রোগী কে? ডাক্তার না পেসেন্ট? 

চতুর্থ এপিসোডে : একটি টিভি শো দেখানো হয় যার উপস্থাপিকা এক দর্শকের বাসায় ঘটা কিছু ঘটনা অলৌকিকভাবে ক্যামেরায় দেখতে পায়। আবার সেই দর্শকও বুঝতে পারে তার করা অপরাধ সেই উপস্থাপিকা দেখতে পাচ্ছে।
এভাবেই কাহিনী এগিয়ে যায়।

পঞ্চম এপিসোড : এই সিরিজের সর্বশেষ এপিসোড। সেখানে দেখা যায় মোস্তাক আহমেদ থানায় বসে এক এসআইর সাথে কথা বলছে এমন কিছু রহস্যময় ঘটনা নিয়ে যেখানে একই লোককে একই সময়ে দুটি ভিন্ন ভিন্ন জায়গায় দেখা গেছে। কিন্তু মোস্তাক আহমেদ কেন এই কথা পুলিশকে বলছে, তার উত্তর মিলবে এপিসোডের শেষে।

পাঁচটি এপিসোডের মধ্যে এপিসোড-৩ এবং এপিসোড-৫ সবচেয়ে ভালো লেগেছে। প্রত্যেকটি এপিসোডের শেষে একটি করে টুইস্ট রয়েছে। বাংলা উপন্যাসের শেষ হয়েও হইলো না শেষ ওই টাইপের সিরিজ এটি। প্রত্যেকটি এপিসোডের কাহিনীর শেষটা রহস্যময়। থ্রিলার সিরিজ লাভারদের জন্য মাস্টওয়াচ সিরিজ এটি।

⚠️ দুঃখিত! আপনি AdBlock ব্যবহার করছেন। অনুগ্রহ করে এটি বন্ধ করুন এবং পৃষ্ঠাটি পুনরায় লোড করুন।