Amar Singh Chamkila (2024) Hindi Movie || Netflix Original Movie

MDb rating ➤ 8.2/10
Directors ➤ Imtiaz Ali
Stars ➤ Diljit Dosanjh, Parineeti Chopra, Anjum Batra, Nisha Bano Ect.
Genres ➤ Biography, Drama, Music, Romance
Language ➤ Hindi
Country ➤ India
Platform ➤ Netflix
মিউজিক্যাল - বায়োগ্রাফি মুভি। ৮০-র দশকে পাঞ্জাবের জনপ্রিয় গায়ক অমর সিং চামকিলা এবং তার স্ত্রী ও সঙ্গীত জুটি অমারজত কৌরকে কেন্দ্র করে এই মুভি।

সেই সময়ে পাঞ্জাবে দ্বৈত গানের চল ছিল এবং গানগুলো বেশ অমার্জিত ধরণের হয়ে থাকত। চামকিলার ছোট বেলা থেকেই গানের প্রতি শখ ছিল। পরবর্তীতে সে সোনিয়ার সাথে দ্বৈত গানের মাধ্যমে তার যাত্রা শুরু করে।

অমার্জিত গান হলেও তার আওয়াজ ও সুরের কারণে দর্শক তাকে পছন্দ করতে শুরু করে। পরবর্তীতে চামকিলা যখন সঙ্গীত জুটির খোজ করতে থাকে তখন সে অমারজত কৌরকে পায়।
তার জুটি গঠন করে এবং একের পর এক হিট গান দিতে থাকে।

অমর সিং চামকিলা চরিত্রে অভিনয় করেছে ভারতের দুর্দান্ত অভিনেতা ও গায়ক দিলজিৎ দোসাঞ্জ। আমার কাছে এই চরিত্রে দিলজিৎকে একদম পার্ফেক্ট লেগেছে। লুক, বডি ল্যাঙ্গুয়েজ, গান গাওয়ার ধরণ অসাধারণ ছিল।
অমারজত কৌর চরিত্রে অভিনয় করেছে পরিণীতি চোপড়া। যেহেতু গায়িকার চরিত্র ছিল তাই পরিণীতিকে প্রায় ৬মাসের মত গানের অনুশীলন করতে হয়েছে। এই চরিত্রে অভিনয়ের জন্য সে প্রায় ১৫ কেজি ওজনও বৃদ্ধি করেছে।

পরিণীতিকে অনেক সময় ধরেই দেখা যায় না। কিন্তু এই মুভিতে তার চমৎকার অভিনয় ও গান গাওয়ার মাধ্যমে সে দুর্দান্তভাবে কামব্যাক করেছে। পরিচালক যেখানে ছিলেন ইমতিয়াজ আলী, কিভাবে তার মুভি মিস দেওয়া যায়?

বরাবরের মতই অসাধারণ পরিচালনা তার😍মুভিতে কিছু কিছু এনিমেশনেরও প্রয়োগ দেখা গেছে এবং প্রতিটা এনিমেশন ছিল নিখুঁত ও সুন্দর👌এবার আসি মিউজিকের কথায়।
মিউজিক দিয়েছেন এ আর রহমান, লিরিক্সে ছিলেন ইরশাদ কামিল এবং ২-৩ টা গান গেয়েছেন মৌহিত চৌহান।

এই ৩ জন কোনো গানের সাথে সংযুক্ত থাকলে গান কতটা অসাধারণ হয় তা আর আলাদা করে বলার প্রয়োজন নেই, যারা রকস্টার ও তামাশা মুভির গান শুনেছে তারা বুঝেই যাবে। Baaja ও Ishq Mitaye গান সবচেয়ে সুন্দর লেগেছে।

ওভারঅল সুন্দর মুভি, বায়োগ্রাফি লাভাররা দেখতে পারেন, যারা মিউজিক্যাল কিছু দেখতে চান তারা দেখতে পারেন।
⚠️ দুঃখিত! আপনি AdBlock ব্যবহার করছেন। অনুগ্রহ করে এটি বন্ধ করুন এবং পৃষ্ঠাটি পুনরায় লোড করুন।