Merry Christmas (2024) Hindi Movie || Netflix Original Movie

MDb rating ➤ 7.6/10
Directors ➤ Sriram Raghavan
Stars ➤ Katrina Kaif, Vijay Sethupathi, Tinnu Anand, Radhika Apte Ect.
Genres ➤ Drama, Thriller
Language ➤ Hindi
Country ➤ India
Platform ➤ Netflix
মুভির মূল চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি এবং ক্যাটরিনা কাইফ। প্রথমবার একসাথে অনস্ক্রীন শেয়ার করেছেন তারা।

ঘটনা শুরু হয় বিজয় সেতুপতি (মুভিতে তার নাম অ্যালবার্ট) আর ক্যাটরিনাকে (মুভিতে তার নাম মারিয়া) দিয়ে। মুভিতে সেই সময়ের গল্প দেখানো হয়েছে যখন মুম্বাইকে বলা হত বম্বে।

দীর্ঘ সময় পর বিজয় সেতুপতি তার বম্বের বাড়িতে ফিরেছে। চারিদিকে বড় দিনের উৎসব। বিজয় সেতুপতি প্রতিবেশির বাড়িতে তৈরি ওয়াইন না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। প্রথমে ঢুকে রেস্তরায় আর সেখানেই দেখা পায় মারিয়ার।

মারিয়ার (ক্যাটরিনা) সঙ্গে একটি ছোট্ট মেয়েও ছিল। বন্ধুত হল ক্যাটরিনা আর সেতুপতির মধ্যে। নতুন অভিজ্ঞতার নেশায় বুদ হয়ে পড়ে সেতুপতি! তার নেশার ঘোর কেটে যায় ক্যাটরিনার স্বামীর রক্তাক্ত মৃত দেহ দেখে! আত্মহত্যা নাকি খুন? রহস্য শুধু একটাই না আরও আছে! এই রহস্যের সমাধান কি আসলেই সম্ভব? কি হল শেষ পর্যন্ত জানতে হলে দেখতে হবে সিনেমাটি।

দেখে নিন অসাধারণ এই সিনেমাটি। সিনেমাটি দেখা শেষ করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে জানিয়ে দিন কেমন ছিল।

⚠️ দুঃখিত! আপনি AdBlock ব্যবহার করছেন। অনুগ্রহ করে এটি বন্ধ করুন এবং পৃষ্ঠাটি পুনরায় লোড করুন।