IMDb rating ➤ 8.1/10
Directors ➤ Rubel Hasan
Stars ➤ Tasnia Farin,Makhnun Sultana Mahima Ect.
Genres ➤ Thirller, Drama
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
Platform ➤ দীপ্তPlay
"নিকষ" এ পর্যন্ত দীপ্ত প্লে'র সেরা ওয়েবফিল্ম। ফারিণকে এখানে দেখা গেছে ছোটখাটো একটা টাইপিষ্ট হিসাবে চাকরি করে ভাইবোনকে নিয়ে সংসার চালাতে, যে বস্তিতে তাদের সাথে এক্সটেন্ডেড ফ্যামিলি হিসাবে মামা-মামীও থাকে।
ফারিণের ছোটবোন হিসাবে দেখানো মাখনুন স্কুলপড়ুয়া, যে উঠতি বান্ধবীর সঙ্গদোষে লোহার মত ভাসতে থাকে ভার্চুয়াল জগতের ফ্যান্টাসিতে। তবে এখানেও কিছু কালো হাত অপেক্ষা করে এই মেয়েদের পাচার করার জন্য। এরপর বোনকে খুঁজে নিতে ফারিণের সংগ্রামই বাকি গল্প। অসাধারণ ওয়েব ফিল্মটি দেখে নিন।
ফারিণের ছোটবোন হিসাবে দেখানো মাখনুন স্কুলপড়ুয়া, যে উঠতি বান্ধবীর সঙ্গদোষে লোহার মত ভাসতে থাকে ভার্চুয়াল জগতের ফ্যান্টাসিতে। তবে এখানেও কিছু কালো হাত অপেক্ষা করে এই মেয়েদের পাচার করার জন্য। এরপর বোনকে খুঁজে নিতে ফারিণের সংগ্রামই বাকি গল্প। অসাধারণ ওয়েব ফিল্মটি দেখে নিন।