IMDb rating ➤ N/A
Directors ➤ Shihab Shaheen
Stars ➤ Tasnia Farin, Shahiduzzaman Selim, Irfan Sajjad, Sohel Mondol Ect.
Genres ➤ Drama, Thriller
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
Platform ➤ Binge
হঠাৎ এক রাতে তার মেয়ে তাকে ফোন করেন, তিনি তখন ঘুমে। ফোন দিয়ে মেয়ে বলেন, হ্যালো বাবা, কিপ টকিং, ফোন কাটবা না! সামওয়ান’স ফলোয়িং মি।
অর্থাৎ ‘বাবা, কেউ একজন আমাকে ফলো করছে, তুমি ফোন কাটবা না, আমার সঙ্গে কথা বলতে থাকো। মেয়ের কণ্ঠে ছিল আতঙ্ক আর অস্থিরতা।
ঐ রাতে এত দূরের দেশে মেয়ের জন্য কার কাছে সাহায্য চাইবে বাবা বুঝতে পারছে না। দুশ্চিন্তার শেষ নেই। কেননা, রাস্তার পথে কেউ তার পিছু নিয়েছে।
সে আস্থা ও ভরসার জন্য সাহস চাচ্ছে তার বাবার থেকে, ভয়টা কাটাতে চাচ্ছে ফোনকল এর মাধ্যমে। তারপর? জানতে হলে দেখতে হবে অসাধারণ এই ওয়েব ফিল্মটি।