➤ পরিচালক : ক্রিস্টোফার ম্যাককুয়ারি
➤ জনরা : এ্যাকশন, অ্যাডভেঞ্চার, থ্রিলার
➤ IMDb rating - 7.9/10
➤ অভিনয় : টম ক্রুজ, হেইলি অ্যাটওয়েল, ভিং রেমেস সহ আরও অনেকে
➤ ভাষা : ইংলিশ
Mission Impossible সিরিজটা এমনই একটা মুভি ফ্র্যাঞ্চাইজি, যেখানে প্রতিটা পর্ব আগেরটার চেয়ে আরও দারুণ হয়। আর এইটা হলো সিরিজের ৭ম কিস্তি।
এবারও মূল চরিত্রে আছেন টম ক্রুজ, মানে আমাদের সবার প্রিয় “Ethan Hunt”। তার সামনে আবারো এসেছে দুনিয়া বাঁচানোর এক অতি গুরুত্বপূর্ণ মিশন। তবে এবার বিপদটা অন্যরকম—তার শত্রু কোনো মানুষ নয়, বরং এক ভয়ংকর মেশিন/এআই সিস্টেম। এই মেশিনটা এমনই যে, তোমার অতীত আর বর্তমান তো বলবেই, কখনো কখনো ভবিষ্যৎ পর্যন্ত আন্দাজ করে দিতে পারে!
এখন, এই দানবীয় মেশিনকে থামানোর একটাই উপায়—একটা বিশেষ চাবি। কিন্তু সেই চাবি আসলে দুই টুকরোয় ভাঙা, আর Ethan Hunt-এর কাজ হলো যেভাবেই হোক এই দুই অংশ খুঁজে বের করে মেশিনটার কোড বদলে ফেলা। তাহলেই সেটি তার নিয়ন্ত্রণে চলে আসবে।
আর টম ক্রুজ নিয়ে আলাদা কিছু বলার দরকার পড়ে? উনি যেন অসম্ভবকে সম্ভব করার মানুষ! পুরো সিরিজে নিজেই সব অ্যাকশন স্টান্ট করেছেন, কোনো বডি ডাবল ছাড়া—যেটা ভাবলেও রোমাঞ্চ লাগে।
সবশেষে একটাই কথা—আপনি যদি অ্যাকশন মুভির ভক্ত হন, তাহলে এই মুভি একদম মিস করা যাবে না। শুরু থেকে শেষ পর্যন্ত ধামাকা অ্যাকশন, টানটান উত্তেজনা আর থ্রিল—সব মিলিয়ে একেবারে পারফেক্ট ব্লকবাস্টার! 💥