➤ পরিচালক : ক্রিস্টোফার ম্যাককুয়ারি
➤ জনরা : এ্যাকশন, অ্যাডভেঞ্চার, থ্রিলার
➤ IMDb rating - 7.9/10
➤ অভিনয় : টম ক্রুজ, হেইলি অ্যাটওয়েল, ভিং রেমেস সহ আরও অনেকে
➤ ভাষা : ইংলিশ
Mission Impossible এমন একটা মুভি সিরিজ যার প্রতিটি মুভি আগের পার্টের চেয়ে বেটার। এইটা Mission Impossible সিরিজের ৭ম কিস্তি।
এই মুভির Main Character Tom Cruise ওরফে "Ethan Hunt" তার সামনে খুবই গুরুত্বপূর্ণ কিছু মিশন থাকে, দুনিয়া বাঁচাতে হলে তাকে মিশন গুলো পুরো করতেই হবে। তবে এবারের যেই মিশন এখানে তার বিরুদ্ধে কোনো মানুষ না বরং এবার এমন একটা মেশিন/রোবোট যে আপনার অতিত,বর্তমান, এবং মাঝে মাঝে ভবিষ্যতে ও বলে দিতে পারে!
এইটা থেকে বাঁচার একটাই উপায় একটা চাবি যার দুইটা খন্ড সেগুলোকে খুঁজে ওই চাঁবি দিয়ে মেশিন/রোবোট টার কোড পাল্টে দিলেই সেটি আপনার কথা মতো চলবে। Tom Cruise এই মানুষেটাকে আপনি ভালোবাসতে বাধ্য। কি না পারেন উনি, এই পুরো সিরিজে যিনি একাই নিজের সব Action Stunt গুলো করেছে,কোনো প্রকার বডি ডাবল ছাড়া।
সবশেষে বলি আপনি একজন একশন লাভার হলে এই মুভি ভুলেও মিস করবেন না, সবকিছু মিলিয়ে একটা পারফেক্ট beast 💥অসাধারণ এই মুভিটি নিচের লিংক থেকে ডাউনলোড করে দেখে নিন দ্রুত!