IMDb Rating ➤ 10.0/10
Directors ➤ Abhijit Guha
Stars ➤ Paran Banerjee, Soham Chakraborty, Koushani Mukherjee
Genres ➤ Romance
Language ➤ Bangla
Country ➤ India
Platform ➤ Zee5
একটি বড় ব্যবসায়ী পরিবারের ছেলে অংশুমান। পারিবারিক ব্যবসা হোসিয়ারির হওয়ায় সে তাতে যোগ দিতে অনীহা প্রকাশ করে।
সে "আনডি ম্যান" নামে পরিচিত সকলের কাছে। অংশুমান ব্রেক আপ সমাধানের ব্যবসা শুরু করে এক বন্ধুর সঙ্গে মিলে। ব্যবসা বাড়ে। এরপর নানা সমস্যাও তৈরি হয়। এরই মধ্যে অংশুর বাবা অসুস্থ হয়ে পড়লে তাদের পারিবারিক ব্যবসা মুখ থুবড়ে পড়ে। এবার কি করবে অংশু? এদিকে অংশুর জীবনেও প্রেম এসেছে। অসাধারণ মুভিটি দেখে নিন!!!
সে "আনডি ম্যান" নামে পরিচিত সকলের কাছে। অংশুমান ব্রেক আপ সমাধানের ব্যবসা শুরু করে এক বন্ধুর সঙ্গে মিলে। ব্যবসা বাড়ে। এরপর নানা সমস্যাও তৈরি হয়। এরই মধ্যে অংশুর বাবা অসুস্থ হয়ে পড়লে তাদের পারিবারিক ব্যবসা মুখ থুবড়ে পড়ে। এবার কি করবে অংশু? এদিকে অংশুর জীবনেও প্রেম এসেছে। অসাধারণ মুভিটি দেখে নিন!!!