➤ পরিচালক - রাজা চন্দ
➤ জনরা - কমেডি, রোমান্স
➤ IMDb rating - ৬.৮/১০
➤ অভিনয়ে - সুদীপা বসু, লাহোমা ভট্টাচার্য, আবীর চ্যাটার্জিসহ আরও অনেকে
➤ প্লাটফর্ম - Zee5
➤ ভাষা - বাংলা
বয়স বাড়লে বাবা মায়েদের ছেলে মেয়েদের বিয়ে নিয়ে চিন্তা বাড়ে। আর বাবা যদি রাগী হন তাহলে তো কথাই নেই! তখন আর ছেলে মেয়েকে প্রশ্নও নয়, সোজা বিয়ে ফাইনাল করে। তেমনই কিছু ঘটেছিল এই ছবির নায়িকা মোহরের (লহমা ভট্টাচার্য) সঙ্গে। সে পেশায় একজন ইন্টিরিয়র ডিজাইনার।
তাকে একটা সময় গান শেখাত চন্দ্রমৌলি হাজরা, বাড়ি বর্ধমান। ওহ! সরি, মানে সিনেমায় এমনই বলেছিলেন পরমব্রত আর কী! কিন্তু সেই মহাশয় এতই ভীতু আর নিপাট ভালো মানুষ যে ভয়ের চোটে প্রেমিকার বাবাকে কিছুই বলতে পারেনি। অগত্যা তাকে বাইপাস করে সিনে এন্ট্রি নেন আবির।
না ভুল বললাম জনপ্রিয় ইউটিউবার তথা ইনভেস্টমেন্ট ব্যাংকার শাক্যজিৎ সোম, ওরফে শাক্য। এই ত্রয়ীকে নিয়েই এই প্রেম কাহিনি। কার গলায় মালা দেবেন লহমা, পরম নাকি আবির ? এই সমস্ত উত্তর পেতে হলে দেখতে। তবে এটুকু বলতে পারি শেষ দৃশ্যে কোথায় যে ছিটকে গিয়ে পড়বেন নিজেও বুঝবেন না। এত বড় টুইস্ট কেউ দেয়! অসাধারণ মুভিটি এখনি দেখে নিন।